মোঃজামাল উদ্দিন দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলায় দীঘিনালা উপজেলার নবাগত ইউ এন ও অমিত কুমার সাহা এর সাথে দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ই মে রবিবার সকাল ১১ টায় দীঘিনালা উপজেলা ইউএনওর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দীঘিনালা উপজেলার কর্মরত সাংবাদিকগণ নবাগত ইউএনও অমিত কুমার সাহা এর কাছে উপজেলা বাসির বিভিন্ন দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, পরিবেশসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে।
এ সময় নবাগত ইউএনও দীঘিনালা উপজেলা বাসির পাশে থেকে সমাধানের আশ্বাস প্রদান করেন ।
তিনি দীঘিনালা উপজেলা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা কামনা করেন আরো বলেন দীঘিনালা উপজেলা বাসিকে ভালো রাখতে চেষ্টা করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সোহেল রানা প্রেসক্লাব সভাপতি আল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি কোষাধক্ষ্য সুমন উদ্দিন কার্যনির্বাহী সদস্য প্রবীর সুমন,সোহানুর এবং সাধারণ সদস্য হাসান মোর্শেদ রিফাত ,হাসান আল মামুন ,দুর্জয় বড়ুয়া শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় দীঘিনালা উপজেলার সাংবাদিকগণ উপজেলাবসির সার্বিক মঙ্গল কামনায় নবাগত ইউ এন ও অমিত কুমার সাহা কে সহযোগিতার করবেন বলে আশ্বস্ত করেন।