মোহাম্মদ রেজাউল হক, জেলা প্রতিনিধি।
গত ১৬-৫-২৫ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার, রাত ৯-০০ ঘটিকার সময়, রায়পুর থানার অভ্যন্তরে রায়পুর উপজেলার সকল সাংবাদিক বৃন্দদেরকে নিয়ে, লক্ষ্মীপুর জেলার এএসপি সার্কেল(রায়পুর -রামগঞ্জ) জনাব, জামিলুল হক মহোদয়ের উপস্থিতিতে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অফিসার ইনচার্জ জনাব, নিজাম উদ্দিন ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন, ওসি তদন্ত আব্দুল মান্নান। উক্ত জরুরী বৈঠক ও মতবিনিময় সভায়
সকল সাংবাদিকবৃন্দের পরিচিতি ও তৃণমূল পর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হয়, এই সংক্রান্ত তথ্য- উপাত্ত নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা হয়।
তথ্য উপাত্তর ক্ষেত্রে পুলিশ এবং সাংবাদিকদের যে সকল কাজে সহযোগিতা করা একান্ত প্রয়োজন তাও বিশ্লেষণমূলক আলোচনা করা হয়। কোন কোন ক্ষেত্রে পুলিশের পূর্বেই তৃণমূলে সাংবাদিক বৃন্দ তথ্য উপাত্ত নিজ দায়িত্বে সংগ্রহ করে থাকেন।এছাড়া পুলিশকে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সার্বিক সহযোগিতার করার জন্য প্রধান অতিথি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
উক্ত জরুরী বৈঠক ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, রায়পুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, জনাব আনোয়ার ঢালী। আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক, এম আর সুমন, রায়পুর উপজেলা ক্লাবের, সম্মানিত সভাপতি, জনাব, মাহবুব আলম মিন্টু,আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক, জনাব, তাবারক হোসেন আজাদ, আরো উপস্থিত ছিলেন, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি, জনাব, আব্দুর জব্বার ফরিদ, সাধারণ সম্পাদক, জনাব, শিপন পাটোয়ারী। এছাড়া রায়পুর উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।