মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
অদ্য ইং ১৭/০৫/২০২৫ ইং তারিখ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক কালীগঞ্জ থানাধীন ০৬ নং গোড়ল ইউপির অন্তর্গত ০৫ নং ওয়ার্ডের দুলালী মৌজাস্থ মোঃ নুরুজ্জামান জামান আর্মি (৪৫), পিতা- মৃত শামসুল হক, মাতা- মোছাঃ রুবিয়া বেগম এর বসতবাড়ির দক্ষিন পাশে থাকা লোহাকুচি হইতে ময়নারচওড়া গামী কাঁচা রাস্তার উপরে গ্রেফতারকৃত আসামী মোঃ রফিকুল ইসলাম চেনু (৩৫), এর হেফাজত হইতে ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব ইয়াবা ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।
অদ্য ইং ১৭/০৫/২৫ তারিখ লালমনিরহাট থানা কর্তৃক ০৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে পুলিশ চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে ধৃত আসামী ০১। মোঃ সজিব হোসেন(২৬), ০২। মোঃ মেহেদী হাসান(২৪)’দ্বয়ের নিকট হতে ০২(দুই) পোটলায় (৫০০+৫০০)= ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার মূলে জব্দ করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।