লালমোহন প্রতিনিধি
ভোলার লালমোহনে হাইব্রিড ধানের ফাঁদে কৃষকের ৩২ একর জমি দান নষ্ট হয়ে গেছে। উচ্চ ফলনশীল মনে করে তারা নকল ধানের ফাঁদে পড়ে বড় অংকের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
চলতি মৌসুমী লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে কাদিরাবাদ গ্রামে ২০ জন কৃষক হাইব্রিড ধান রোপন করেন। কিন্তু যারা থেকে দান বের না হওয়ার পর শীত শুকিয়ে দান সাদা হয়ে যায়। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা। জানা গেছে দেবীর চর বাজারে বীজ ব্যবসায়ী কামালের কাছ থেকে এ ধান কিনেছিল ধান নষ্ট হওয়ার পর কৃষক বুঝতে পারেন হাইব্রিড ধান। বীজ ব্যবসায়ী কামাল জানান উপজেলা ডাওরী বাজার জসিম ডিলারের কাছ থেকে এ ধান পাইকারি কিনে নিয়ে বিক্রি করছেন। তিনি বুঝতে পারেনি এগুলো নকল ছিল। বদরপুর ইউনিয়নে ৪ নং কাজিরাবাদ মাহবুব মাতব্বর জানান তিনি প্র ায় এক একর জমিন দান চাষ করেছিলেন তিনি বলেন প্রত্যেক গন্ডা যোগিনী দান হওয়ার কথা ছিল ৭ থেকে ৮ মন সেখানে এ দান চাষ করে প্রতি গন্ডা পেয়েছেন ১ থেকে দেড় মন।