এম এম আবু বকর হারুন, আমিরাত প্রতিনিধি।
সংযুক্ত আরব আমিরাতে আল হারামাইন পারফিউমস গ্রুপের সিইও মোহাম্মদ মাহতাবুর রহমান নাছিরকে ‘৮ম গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। গত ১৮ মে দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেল বলরুমে আয়োজিত অনুষ্ঠানে আমিরাতের মন্ত্রী ও রাজ পরিবারের সদস্য শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। সুগন্ধি শিল্পে অবদানের জন্য এই পুরস্কারে ভূষিত হন তিনি।
মাহতাবুর রহমান নাছির একজন দানশীল সমাজকর্মী হিসেবেও সুপরিচিত। দেশের শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ-মাদ্রাসা এবং দরিদ্র মানুষের সহায়তায় তিনি নিয়মিতভাবে অবদান রেখে আসছেন। বাংলাদেশ ও প্রবাসে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত।