কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি: ইমন খলিফা
গতকাল ১৮ মে ২০২৫ ইং, আনুমানিক রাত ১০:০০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ডুমরারসুর মোড়ে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একজন সেনা সদস্য সৈনিক মোঃ আব্দুর রহিম আহত হন এবং তার সাথেই থাকা বন্ধু সাকিম সরদার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
পরিবার সূত্রে জানা যায়, সৈনিক আব্দুর রহিম গত ১৭ মে ২০২৫ তারিখে দুই মাসের বাৎসরিক ছুটিতে বাড়িতে আসেন। ১৮ মে সন্ধ্যায় তিনি বন্ধুসহ মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে গোপালগঞ্জ শহর যান। শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে ডুমরারসুর মোড়ে উক্ত দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত সৈনিক আব্দুর রহিমকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসাধীন রয়েছেন।উল্লেখযোগ্য বিষয় যে, দুর্ঘটনার সময় উক্ত সৈনিক এবং তার বন্ধু কারো মাথাতেই হেলমেট পড়া ছিল না।
*আহতের পরিচয়ঃ*
নম্বর: ৪০৬৭৮৮৫
পদবী: সৈনিক
নাম: মোঃ আব্দুর রহিম
পিতার নাম: মো: খায়রুল আলম, গ্রাম: খানার পাড়।
পোস্ট: কাঠি।
থানা: সদর।
জেলা: গোপালগঞ্জ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
*মৃত ব্যক্তির পরিচয়ঃ*
নাম: সাকিম সরদার।
পিতার নাম: হান্নান সরদার।
গ্রাম: খানার পাড়।
পোস্ট: কাঠি।
থানা: সদর।
জেলা: গোপালগঞ্জ।