1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

রাণীনগরে রশি টেনে দুটি মোটরসাইকেল ও টাকা ছিনতাই

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

শামিনুর ইসলাম শামীম: নওগাঁ

 

রাণীনগরে সড়কে রশি টেনে পথরোধ করে চার ব্যবসায়ীকে মারধর করে দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ মে) রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন জানান, রোববার রাত ৯টার দিকে তার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ এলাকায় পৌঁছালে ৮-১০ জনের একটি ছিনতাইকারী দল রশি দিয়ে পথরোধ করে। পরে হামিদকে মারধর করে হাত-পা-মুখ বেঁধে একটি পালসার মোটরসাইকেল, নগদ ২৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এর কিছুক্ষণ পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর দাদার বাড়ি ফিরছিলেন। একই স্থানে পৌঁছালে তাকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করা হয়। পরে হাত-পা-মুখ বেঁধে একটি এফজেড মোটরসাইকেল, নগদ ৫ হাজার ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়।

এছাড়া একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম ও ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকেও মারধর করে বেঁধে রেখে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়া হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট