মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
রোববার (১৮মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুড়িগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক জনাব মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে লালমনিরহাট ২৫০ শয্যাবিশিস্ট সদর হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দুদক টিম হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করে। রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ নির্ধারিত বাজেটের তুলনায় অনেক কম দেয়া হচ্ছিল। প্রতি পিস মাছের ওজন যেখানে ৯০ গ্রাম হওয়ার কথা, সেখানে তা ৩০ থেকে ৫০ গ্রাম পর্যন্ত সরবরাহ করা হচ্ছিল। এছাড়াও, ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর না থাকা,
দালালদের সক্রিয় দৌরাত্ম্য, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগী পরিবহনের ট্রলির জন্য অর্থ আদায়ের মতো একাধিক অনিয়মের চিত্র উঠে আসে। অভিযান চলাকালে হাসপাতালে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা বেগম। অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, এসব অনিয়ম ও অভিযোগ লিখিত আকারে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হবে।