মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাট ৫টি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩কোটি টাকা
।
২১মে বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
মাদকগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা ও কডিসেপ সিরাপ,টেপেন্টাডল ট্যাবলেট। এর মধ্যে রয়েছে ১ হাজার ৫৬ বোতল দেশি বিদেশি মদ বিয়ার ৮৭ বোতল, কডিসেপ সিরাপ ৪ বোতল
,
ইস্কাপ সিরাফ ১৩ হাজার ৮০৮ বোতল, ২৮হাজার ৯২৮ বোতল ফেনসিডিল, ৯৬৪কেজি ১১৩গ্রাম গাঁজা, ৩৩কেজি হেরোইন, ১২ হাজার ৯৪পিস ইয়াবা, ২১ হাজার ৪১৮ পিস টেপেন্টাডল ট্যাবলেট, এসবের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।