জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ
গাইবান্ধা পলাশবাড়ীতে নতুন নির্বাহী অফিসার ইউএনও হিসেবে যোগদান করলেন, মোঃ নাজমুল আলম দায়িত্ব গ্রহণ করছেন।
অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন, এই উপলক্ষে উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী ওনাকে ফুল দিয়ে বরণ করে নেন, এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই দিনে উপজেলায় গণ্যমান্য ব্যক্তি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, এবং কুশল বিনিময় করেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী স্থানীয় জনগণ আশা করেন, নবনিযুক্ত ইউএনও দক্ষতা ও সৃজনশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে পলাশবাড়ী উপজেলায় প্রশাসনের কার্যক্রম নতুন মাত্রায় যুক্ত হবে এবং আরো বেগবান হবে।
উপজেলা সর্বস্তরের সাধারণ জনগণ ও সর্বস্তরের পেশাদারিত্র ব্যবসায়ী থেকে শুরু করে সব মহল মনে করেন।