1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড লালমনিরহাট পুলিশের বিশেষ অভিযানে মোট ১১ জন গ্রেফতার। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলায় প্রতিবাদে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। সিরাজগঞ্জের এনায়েতপুর হাটে আখের রসের মেশিন বসিয়ে যানজট: ভোগান্তিতে সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ নেতা চার বারের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নিজ এলাকায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত কক্সবাজারে সালাহ উদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ ভোলার জনগণের প্রত্যাশা ভোলা টু বরিশাল সেতু ও মেডিকেল কলেজ লালমোহনে চার ব্যবসায়ীকে জরিমান আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ মশিউর আলম সেন্টু: দক্ষিণবঙ্গের অমর এক ছাত্রনেতার ১৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুদকের তদন্তের থাবায় ফিরবে সস্থি সতর্কে কর্মকর্তা ও কর্মচারীগন। লামায় পারিবারিক কলহের জেরে ১ যুবক খুন আটক ৪

সরিষাবাড়ীতে ভিজিডি চাল বিতরণে বিএনপি নেতা ও ইউপি সদস্যের টাকা আদায়ের ভিডিও ভাইরাল

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে ২০০-৩০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।

এ সংক্রান্ত ভিডিও বুধবার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের সহযোগী’র যোগসাজশে এসব টাকা আদায় করতে দেখা যায়।

পরিষদ সূত্র জানায়, পোগলদিঘা ইউনিয়নে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীসহ হতদরিদ্রদের জন্য ৪৫৬টি ভিজিডি কার্ড বরাদ্দ রয়েছে। প্রতিমাসে ৩০ কেজি করে ৫ মাসের মাথাপিছু ১৫০ কেজি করে চাল আসে। বুধবার সকাল থেকে কার্ডধারীরা চাল উত্তোলনের জন্য লাইনে দাঁড়ান।

এদিকে বিতরণের শুরু থেকেই চেয়ারম্যানের কক্ষে চলে টাকা আদায়ের মহোৎসব। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার উপস্থিতিতেই কার্ডধারীদের কাছ থেকে পর্যায়ক্রমে ২০০-৩০০ করে টাকা নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গোপনে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান রিপন, ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন এবং প্যানেল চেয়ারম্যান লাল মিয়ার সহযোগী সুমন মিলে কার্ডধারীদের কাছ থেকে টাকা আদায় করছেন। এসময় একজনকে বলতে শোনা যায়, “খরচ কই? ২০০। ২০০। অফিসার বসে আছে”! পাশ থেকে আরেকজন বলেন, “৬ হাজার টেহার চাল পাইতেছো, ২০০ টেহা দিতে পারবা না”?

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন কার্ডধারী অভিযোগ করেন, “তাদের কাছ থেকে ২০০ করে টাকা নিয়েছে। ন্যূনতম ১০০ টাকা হলেও দিতে হয়েছে। না দিলে চাল দেওয়া হবে না বলে হুমকি দেন নেতারা।”

এব্যাপারে ইউপি সদস্য মোবারক হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, “আমি চক্রান্তের মধ্যে পড়ে গেছি। আপনি আসেন, এসে খোঁজ নেন”—বলে ফোন কেটে দেন।

প্যানেল চেয়ারম্যান লাল মিয়ার বক্তব্য জানতে কল করা হলে একজন রিসিভ করে জানান যে, “তিনি ঢাকায় হাসপাতালে ভর্তি আছেন।”

এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (এসিল্যান্ড) লিজা রিছিল মুঠোফোনে বলেন, “ভিজিডি চাল সম্পূর্ণ বিনামূল্যের, টাকা আদায়ের সুযোগ নেই। তদারকি কর্মকর্তার অন্য কাজ থাকায় তিনি ২টার দিকে চলে গেছেন, তাই ৫৮টি কার্ডের চাল বিতরণের পর বন্ধ করে দেওয়া হয়েছে।”

টাকা আদায়ের বিষয়ে তিনি বলেন, “এমন ভিডিও ফেসবুকে দেখেছি, তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট