মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আজ ২১ মে বুধবার,
সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে জাতীয়তাবাদী দল বিএনপি’র অতর্কিত হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি পৌরসভার রুকন ও ৭নং ওয়ার্ডের সেক্রেটারি, জামায়াত নেতা আরমান আলী বরাত গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার,আনুমানিক দুপুর পৌনে একটার সময় বেলকুচি পৌরসভাস্থ চালাহাঁটে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স টুবামনি ইন্টারপ্রাইজ (ইট,বালু,রড সিমেন্ট) দোকানে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিএনপির সমর্থিত এলাকার গোলজার মন্ডলের ছেলে যুবদল নেতা কাউসার হোসেন লিটন (৪৫) টীন লোকমানের ছেলে রাজিব (২৬) ও মোহাম্মদ মন্ডলের ছেলে রাব্বি মন্ডল (১৮) এর নেতৃত্বে ৬/৭ জনের একটি গ্রুপ দোকানে ঢুকে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে সম্মেলিতভাবে তাঁর ওপর আক্রমণ চালায়। এতে জামায়াত নেতা আরমান আলী বরাত গুরুতরভাবে আহত হয়। স্থানীয়দের হস্তক্ষেপে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাৎক্ষণিকভাবে দ্রুত তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরমান আলী বরাত চালা গ্রামের জামালউদ্দিন প্রামানিকের মেঝ ছেলে। বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে জামায়াত নেতার ওপরে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার ও সেক্রেটারি ডাঃ সেরাজুল ইসলাম প্রমূখ। যৌথ বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ, জামায়াত নেতা