মোঃ জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
৫দফা দাবিতে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর শাখার বিক্ষোভ সমাবেশ ২১ মে অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুঁইয়ার পরিচালনায়।
শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশে বক্তারা কর্তৃপক্ষের প্রতি বিদ্যুৎ শ্রমিকের ন্যায্য দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি জানানো হয়।
দাবিগুলো : ঈদুল আজহার আগে এপিএ বোনাস এবং অপেক্ষমাণ ওটি ও টিএ বিল পরিশোধ করতে হবে, ছুটি নগদায়ন পূর্বের ন্যায় চালু করতে হবে। ফ্যাসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
২০ মার্চ বিদ্যুৎ ভবনে অত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলাকারী বিদ্যুৎ শ্রমিক লীগ ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিক দলের সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি ১৮৮৬ কে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য নেতাকর্মীদের হয়রানিমূলক বদলি বন্ধ ও বাতিল করতে হবে।
কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস রুলবহির্ভূত ৩, ৫ ও ৯ বছরের বার বাতিল করতে হবে। সরকারের নির্দেশমতো অবিলম্বে সকল শূন্যপদে নিয়োগ দিতে হবে। মৃত কর্মকর্তা-কর্মচারীর পোষ্যসহ অস্থায়ীভিত্তিতে নিয়োগকৃত সকল কাজ নাই, মজুরি নাই, দৈনিক মজুরি, আর এফ কিউ, পিসরেট কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে হবে।