কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি: ইমন খলিফা
গোপালগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীষ্টান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর সস্মরণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে শহরের বেদগ্রাম এলাকায় সিএসএস কার্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসএস-এর জোনাল ম্যানেজার প্রীতিশ রায়, মোঃ আনোয়ারুল হক এবং চিকিৎসক ডা. মহোসিনা হক।
ক্যাম্পে দিনব্যাপী দুই শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একইসঙ্গে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজক সংস্থা সিএসএস জানিয়েছে, পল মুন্সীর স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে সমাজের সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে সেবা পৌঁছে দিতেই এই আয়োজন। স্থানীয়রা ক্যাম্পের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন আরও বেশি হওয়া দরকার, যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পায়।