1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার ২ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি: ইমন খলিফা

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ (গেদু)নামে দুজনকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত তাহিন শেখ (২৬) টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে ও হামিদ শেখ ওরুফে গেদু(২৩) একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে। তারা দুজন এলাকায় অপহরণকারী ও চাঁদাবাজ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ নিয়ে টুঙ্গিপাড়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, অপহরণ ও মাদকদ্রব্যসহ একাধিক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ শেখ ওরুফে গেদু টুঙ্গিপাড়া উপজেলার আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে- এ গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের গ্রেফতার করতে তাদের অনেক বেগ পেতে হয়। তবে ঘটনাস্থল থেকে টুঙ্গিপাড়া মাদকদ্রব্যের একাধিক মামলা ও নারী অপহরণের অন্যতম মূল হোতা আসামি তাহিন শেখ (২৬) ও অপহরণসহ একাধিক চাঁদাবাজি মামলার আসামি হামিদ শেখ ওরুফে গেদুকে আটক করে।

এদিকে টুঙ্গিপাড়ায় আলোচিত সাংবাদিক পুত্র আরমান হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আরমানের পিতা তপু শেখ বলেন, আমার ছেলে আরমান হত্যাকাণ্ডের সাথে এই চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খতিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি।

এ সংবাদ লেখা পর্যন্ত আটককৃতদের টুঙ্গিপাড়া থানা হাজতে দেখা যায়। পুলিশ বলছেন, মামলা রেকর্ডের কাজ চলছে, রেকর্ড এর কাজ সম্পন্ন হলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের মত বেশ কয়েক বছর ধরে তাহিন শেখ ও হামিদ শেখের সন্ত্রাসী কার্যকলাপে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট