ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ জোবায়ের রহমান
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার রাতে পুকুরিয়া রেল ষ্টেশনে ট্রেনে কাটা পড়ে বলাই চন্দ্র শীল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মধ্যপাড়া পুকুরিয়া গ্ৰামের তারাপদ শীলের ছেলে ।
জানা গেছে দীর্ঘদীন বলাই চন্দ্র শীল পুখুরিয়া নামক বাজার এ সেলুন এর দোকান করে আসছেন, সেলুন দোকান থেকে বাড়ি যাওয়ার সময় পুখুরিয়া রেল স্টেশন এ আসার পরে তিনি দুর্ঘটনার স্বীকার হন,
ভাঙ্গা জংশন (বামনকান্দা) রেলওয়ে পুলিশের ইনচার্জ খায়রুজ্জামান শিকদার জানান, ভাঙ্গা রেল ষ্টেশন থেকে রাজবাড়ী(ভাটিয়াপাড়া) এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন টি পুকুরিয়া রেল ষ্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধ লোকটি (বলাই চন্দ্র শীল) ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন,,, আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বলাই চন্দ্র শীল এর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।