1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন করায় ৫টি ড্রেজারসহ গ্রেপ্তার ৮

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি চাঁদপুর।

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড জব্দ এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২২ মে সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ও বাংলা বাজার খাল এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল, জসিম, সজিব, মহিউদ্দিন, সাইফুল, সেলিম শেখ, কামাল শেখ, সাকিব।

অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে মোহনপুর নৌ পুলিশ টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলার বালু খেকো কিবরিয়া মিয়াজির নেতৃত্বে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তিনি বিভিন্ন প্রভাব খাটিয়ে নদী থেকে বালু তুললেও আজকের অভিযানে তাদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আহসান হাবিব বলেন, উদ্ধার করা ড্রেজার ও বাল্কহেডগুলোর বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা মাটি ও বালুকাটা আইনে মামলা রুজু করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট