মোঃ মুরাদ চৌধুরী, রায়পুর উপজেলা প্রতিনিধি
২২ মে ২০২৫ তারিখে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর পৌরসভা এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডাকাতিয়া নদীর বিভিন্ন পয়েন্টে মাছ চাষের উদ্দেশ্যে গড়ে ওঠা অবৈধ বাঁধসমূহ অপসারণ করা হয় এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি), রায়পুর।
এছাড়াও অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড ও রায়পুর থানা পুলিশের সদস্যগণ সহযোগিতা প্রদান করেন।
জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে বর্ষা মৌসুম শুরুর পূর্বে জলাবদ্ধতা প্রতিরোধে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।