মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আজ ২৪ মে শনিবার
গতকাল শুক্রবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সূরা হাদিদ ১১ নং আয়াত থেকে ১৯ নং আয়াত পর্যন্ত দারস পেশ করা হয়।
ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের ভুমিকা তুলে ধরা হয়। ব্যক্তি,পরিবার, সমাজ ও রাস্ট্র পরিচালনায় ইসলামের প্রয়োজনীয়তা এবং সুস্থ সুন্দর নিরাপদ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য সকলকে উপদেশ প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাস্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইন চায় এবং সৎ লোকের শাসন চায়। একমাত্র আল্লাহর আইন এবং রাসুল সঃ এর আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন হলেই শান্তি ফিরে আসবে।
শিক্ষা বৈঠকে দারস্ পেশ করেন হযরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন বিন সাঈদ সাহেব। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আমির জনাব মোহাম্মদ আলী মর্তুজা , উপজেলা নায়েবে আমির জনাব মোঃ আবুল কালাম বিশ্বাস উপজেলা সেক্রেটারী জনাব মোঃ মুনসুর আলী। উপজেলার সকল কর্মী উপস্থিত থেকে অধীর আগ্রহের সাথে দীর্ঘক্ষণ দারস্ বৈঠকের শিক্ষা গ্রহণ করেন।