জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ
গাইবান্ধা পলাশবাড়ী মাঠের হাট এলাকায় টিসিবির পণ্যবাহী দুইটি অটোরিকশা সহ একজন চালক আটক করা হয়েছে।
আরেকজন পালিয়ে গিয়েছে গত ভোররাতে টিসিবির মাল রাতে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায় আটককৃত ব্যক্তি বেতকাপা ইউনিয়নের মোস্তফা পুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৌরভ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ সময়ে টিসিবির বহনকারী দুটি অটো রিক্সা আটক করা হয়। স্থানীয়রা অভিযোগ করেন সরকারি টিসিবির পণ্য বিতরণের নামে দীর্ঘদিন ধরে একটি চক্র সাধারণ মানুষের হক নষ্ট করে আসছে।
গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে টিসিবির পণ্য বাহি অটো রিক্সা দুটি ও চালক সহ একজন কে আটক করে প্রশাসনের খবর দেয়।
প্রশাসন অটোরিকশা পণ্য গুলি সহ চালককে আটক করে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এলাকাবাসীর চোর দাবি জানিয়েছেন।