এম এম আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ দুবাই শাখার মাসিক নিয়মিত দায়িত্বশীল বৈঠক গতকাল শুক্রবার বাদ এশা দুবাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
দুবাই শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী সাহেবের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি কবির আহমদ পাটোয়ারীর সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আরব আমিরাত কেন্দ্রীয় সভাপতি মাওলানা তৌকির মোহাম্মদ আবু সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মুফতী কামাল বিন সৈয়দ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, দুবাই শাখার উপদেষ্টা জনাব জুলফিকার আলি সাহেব, মাওলানা ইদ্রিস সাহেব ও মাওলানা হাফেজ নুর হোসেন সাহেব।
বৈঠকে দুবাই শাখার আওতাধীন সকল দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন। এতে স্থানীয় সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা পেশ করা হয় এবং আগামী দিনের করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।