মোঃখাইরুল ইসলাম
স্টাফ রিপোটার জামালপুর।
জাতীয় প্রেসক্লাবে আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত "বর্তমানে রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন" শীর্ষক আলোচনা সভা।
প্রধান অতিথি —
▪️ জনাব শামসুজ্জামান দুদু, ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
প্রধান বক্তা -
▪️জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা।
বিশেষ অতিথি —
▪️ এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।
▪️জনাবা শিরীন সুলতানা, সাবেক সংসদ সদস্য ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
জনাব মাইনুল ইসলাম, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।
জনাব শামীম কায়ছার লিংকন, সাবেক সংসদ সদস্য, গাইবান্ধা ৪, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।
লিয়াকত আলী,সিনিয়র যুগ্ম আহবায়ক, জাসাস। এডভোকেট আরিফা সুলতানা রুমা, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
সাজাহান মিয়া সম্রাট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
এসকে সাদী, সাবেক দপ্তর সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
গিয়াস উদ্দিন খোকন, সভাপতি, জিসপ।
সভাপতিত্ব করেন—
▪️জনাব মোক্তার আখন্দ,সভাপতি - বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
সঞ্চালনায় —
▪️জনাব মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
কালাম হোসেন জয় - সিনিয়র সহ- সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।দলের নেতাকর্মীদের দাবি দ্রুত নির্বাচন দিয়ে দেশে সরকার স্হায়ী সরকার প্রতিষ্ঠা করা,এবং তারা আরো বলেন জনগন দীর্ঘ পথ পারি দিয়ে সুষ্ঠ নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা তাদের ভোটাধিকার ফিরিয়ে চায়।তারা তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চায়।দলের নেতাকর্মীরা বলেন যে দেশে শুশাসন ফিরিয়ে আনতে হলে নির্বাচন অতি তারাতাড়ি দিতে হবে।এবং কি তারা স্বৈরাচার আওয়ামী লীগ কে বিচারের আওতায় আনার দাবি জানাই।