শামিনুর ইসলাম শামীম :
নওগাঁ রাণীনগরে ভূমি মেলা-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এ র্যালি ও জনসচেতনতামূলক সভার আয়োজন করেন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ভূমি মেলা চলবে। আগামী ২৭ মে শেষ হবে মেলা। এই মেলা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবাপ্রত্যাশী ব্যক্তিরা ওই স্টলগুলো থেকে ভূমি সক্রান্ত যে কোন সেবা পাবেন।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার কয়েক জনকে ভূমি কর এর রশিদ হাতে তুলে দেন।