মোঃ জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।২৫ মে (শনিবার) বেলা ১১টায় এ র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন মতলব দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালে আহামেদ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
ভূমি মেলার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও ডিজিটাল করার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।