কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি:
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো জামালপুর জেলার সরিষাবাড়ীতে ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে ।
রবিবার সকালে সরিষাবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী এ ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ হাসান, পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরিষাবাড়ী শাখার সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সচেতন নাগরিক সমাজ এবং ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ মেলার মাধ্যমে আগামী তিন দিন ব্যাপী নাগরিকদেরকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমির ভুল-ত্রুটি সংশোধন, জমির ম্যাপ ও খতিয়ানসহ নানা ধরনের সেবা প্রদান করা হবে।উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের কানুনগো আ.ন.ম ফরিদ উদ্দিন।