মোঃ বাপ্পি শেখ ঝিনাইদহ উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড–এর “ব্যবসা ও সাংগঠনিক উন্নয়ন সভা”।
২৬ মে ২০২৫, সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানটির ঝিনাইদহ শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার (COO) জনাব সাইফুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব জামান খান এবং ঝিনাইদহ শাখা ব্যবস্থাপক ও ইনচার্জ জনাব দেবাশীষ ঘোষ।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শাখার সকল ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বীমা খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্সুরেন্স গ্রাহকের আস্থা অর্জনে এক নতুন দিগন্ত তৈরি করেছে।
বর্তমানে মানুষ তাদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে সচেতনভাবে বীমা করছে এবং সহজেই ডিজিটাল পেমেন্টের মাধ্যমে প্রিমিয়াম প্রদান করতে পারছে।
তারা আরও বলেন, আস্থা লাইফ ইন্সুরেন্স প্রতিটি বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করে, যা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি (IDRA) কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হয়।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান হওয়ায় সাধারণ মানুষ আস্থা লাইফের প্রতি বাড়তি আস্থাশীল। ঝিনাইদহে প্রতিষ্ঠানটির কার্যক্রম দিন দিন সম্প্রসারিত হচ্ছে এবং এর মাধ্যমে স্থানীয় জনগণ নিরাপদ ও নির্ভরযোগ্য বীমা সেবা পাচ্ছেন।
সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।