এম এম আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাবু (মূল নাম মোর্শেদুল আলম বাবু) নামে ফটিকছড়ির এক যুবক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৬ মে ২০২৫) সকালে দুবাইয়ের জেবেল আলীতে একটি ভবনে ইলেকট্রিক ড্রিল মেশিন চালানোর সময় শর্টসার্কিট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বাবুর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায়। তিনি মরহুম মোহাম্মদ জমিলের ছেলে। খুব ছোট বয়সে বাবার মৃত্যু হলে তিনি নানার বাড়ি মধ্যম গোপালঘাটায় (লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড) বড় হন। নানার নাম মোহাম্মদ সোলেয়মান এবং মামার নাম মোহাম্মদ কামাল।
পরিবারের দুই ভাইয়ের মধ্যে বাবু ছিলেন বড়। জীবিকার তাগিদে তিনি সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবু সদালাপী, পরিশ্রমী এবং ভদ্র স্বভাবের ছেলে ছিলেন। তার মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতেও শোকের ছায়া বিরাজ করছে।