নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সদর ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ মে) বেলা ২টা ৩০ মিনিটে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেবুন্নেছা আফরোজকে হাজির করা হলে বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড: আবুল কালাম আজাদ জানান, জেবুন্নেছা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় তাঁকে পুলিশ আদালতে নিয়ে আসে।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে দৃশ্যমান গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামি পক্ষ জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তার তা নামঞ্জুর করেন।
জানা গেছে, জেবুন্নেছার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং ১৬ মে তাঁকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।