শামিনুর ইসলাম শামীম :
নওগাঁ রাণীনগর পারইল ইউনিয়ানে ৭,৮,৯ ওয়ার্ডে বগার বাড়ি বাজারে জামায়াতের কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনে উপস্থিত ছিলেন জামায়াতের নওগাঁ জেলা শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, রানীনগর উপজেলা আমীর ডাক্তার আনজীর হোসেন, উপজেলা নায়েবে আমীর আমিনুল ইসলাম উপজেলা সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম,পারইল ইউনিয়ন আমীর নিজাম উদ্দিন ফকির, উপজেলা ও অত্র ইউনিয়নের নেতা ও কর্মী সহ অনেকে।
এতে জেলা শূরা সদস্য মোস্তফা ইমন আব্বাস বলেন, এটি শুধু কার্যালয় নয় এটি দিনের কাজে ব্যবহার করতে হবে এটা কোরআন হাদিসের পাঠাগার হিসাবে গড়ে তুলতে হবে। এখান থেকে কর্মীগণ কোরআন হাদিসের জ্ঞানের পরাধি বৃদ্ধি করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।
এছাড়া জামায়াতের উপজেলা আমীর বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জামায়াতের কর্মীগণকে অপসংস্কৃতির দিকে যাওয়ার কোন সুযোগ নাই। দ্বীনের কাজে আঞ্জাম দিয়ে কোরআনের আলোয় নিজেকে আলোকিত হতে হবে। যার চর্চা এই কার্যালয়ে যেন হয়।
উদ্বোধন কালে ফিতা কেটে দোয়ার মাধ্যমে কার্যালয় টি উদ্বোধন ঘোষণা করেন নেতৃবৃন্দ গন।