সিরাজগঞ্জ জেলার ৬ টি সংসদীয় আসনেই এমপি প্রার্থীর নাম চুড়ান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলার জাতীয় সংসদ নির্বাচনের মোট ০৬ আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মনোনয়ন চুড়ান্ত ঘোষণা করা হয়েছে।
সিরাজগঞ্জ ০১ নং আসন (কাজিপুর ও সদরের একাংশ)
মাওলানা শাহীনুর আলম (জেলা আমীর)
সিরাজগঞ্জ ০২ নং আসন (সদর ও কামারখন্দ)
অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম (জেলা সেক্রেটারি)
সিরাজগঞ্জ ০৩ নং আসন ( রায়গঞ্জ ও তাড়াশ )
ডঃ আব্দুস ছামাদ (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য)
সিরাজগঞ্জ ০৪ নং আসন (উল্লাপাড়া ও সলঙ্গা )
মাওলানা রফিকুল ইসলাম খান (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল)
সিরাজগঞ্জ ০৫ নং আসন (বেলকুচি এনায়েতপুর চৌহালী)
অধ্যক্ষ মোঃ আলী আলম (জেলা নায়েবে আমীর)
সিরাজগঞ্জ ০৬ নং আসন (শাহজাদপুর)
অধ্যাপক মিজানুর রহমান (আমীর শাহজাদপুর উপজেলা)
এ জেলার ০৬ টি সংসদীয় আসনেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী মনোনয়নের চুড়ান্ত ঘোষণা করা হয়েছে।