শামিনুর ইসলাম শামীম: নওগাঁ
রাণীনগরে সারাদিন ব্যাপী পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরবমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাণীনগর এই কর্মশালার আয়োজন করে।
বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার কৃষক মাঠ স্কুলের কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মেহেদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ রফি ফায়সাল তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির ডা: আনজীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কৃষক লিডার আনারুল ইসলাম রাজু ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ। এসময় নিরাপদ ফসল ও সবজি চাষের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিষমুক্ত ফসল-সবজি চাষে করণীয়, নিয়মিত মাটি পরীক্ষা করা, কম পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।