জেলা প্রতিনিধি, রুবেল মিয়া
২৭ তারিখ রোজ মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলার ৪ং পরানগঞ্জ ইউনিয়নে পবিত্র ঈদুল উল আযহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে বিজিএফ এর চাল বিতরণ করা হয়,প্রতি কার্ডে ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও সেখানে দেয়া হচ্ছে ৮ থেকে আসে ৭ কেজি করে। ইউনিয়নের চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, তার নামে বিভিন্ন মামলা থাকায় তিনি পলাতক,তার পরিবর্তে এই নিয়ে ইউনিয়নের সচিব এর সাথে কথা বললে তিনি বলেন এর দায়িত্ব পরিবার পরিকল্পনা পরিদর্শন, মঞ্জুরুল হক এর কাছে। মঞ্জুরুল হকের সাথে কথা বললে তিনি বলেন যে গত কাল রাতে কার্ড ভাগাভাগির সময় বিএনপি নেতারা প্রতি কার্ডে ২ থেকে ৩ কেজি করে চাল কম দিতে বলেছেন, তাই আমরা কম দিচ্ছি।,এই বিষয় নিয়ে পরানগঞ্জ ইউনিয়ন বিএনপির
সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক তালুকদার সাহেব কে ফোন দিলে তিনি বলেন যে আমাদের লোকেরা অনেক খাঠাখাঠনি করে তাদের তো কিছু লাগবে,তবে আমরা এত কম দিতে বলি নাই,আমরা বলছিলাম প্রতি কার্ডে ১ কেজি করে কম দিতে।এ নিয়ে বিএনপির অন্যান্য নেতাদের সাথে কথা বললে তারা বলেন যে ইউনিয়ন পরিষদ ধংষ করে দিচ্ছে এই সাবেক সভাপতি সিদ্দিক তালুকদার, তিনি ফ্যাসিস্ট চেয়ারম্যানের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে চেয়ারম্যানকে সেল্টার দিচ্ছে। এই সব কাজ কর্মের কারণে ইউনিয়ানে বিএনপির দুর্নাম হচ্ছে। জন সাধারনের দাবি এই জুলুমের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করা। এবংএই গুরুত্বপূর্ণ বিষয় টা টিএনও মহোদয়কে ক্ষতিয়ে দেখার অনুরোধ করা হলো।