মো.এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ব্যবসায়ীর গুদাম থেকে ১৫৭ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার হাতিরদিয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যবসায়ী মিয়া উদ্দিন এর গুদাম থেকে ৭০ বস্তা,সাখাওয়াত হোসেন এর গুদাম থেকে ৩৯ বস্তা এবং জাকারিয়া,র গুদাম থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করেন।
উদ্ধারকৃত চালের ওজন ৬,৭৯০ কেজি, যা হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল। এই চাল বিক্রি সম্পূর্ণ অবৈধ।
চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বলেন“সরকারি গুদামের চাল উদ্ধার করেছি। কেউ এগুলো বিক্রি করতে পারে না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।