মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খাদিজা রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ পাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম,
হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, হাসপাতালের ষ্টোর কিপার মোহাম্মদ আকরাম হোসেন। বক্তারা বলেন শিশু থেকে প্রবীণ পর্যন্ত প্রতিদিন কমপক্ষে একটি করে ডিম সহ কমপক্ষে ৬ টি পুষ্টি কর খাবার খেতে হবে। প্রতিদিনের খাবারের ম্যানুতে এ পুষ্টি কর খাবার গুলো ঠিক থাকতে হবে।