নিজাম লালমোহন, (ভোলা) প্রতিনিধি
ঘুমিয়ে আসছে পবিত্র ঈদুল আযহ। দিন যতই পার হচ্ছে ততই জমে উঠেছে কোরবানির পশুর কেনা বেচা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পশু কোরবানি দিবেন ধর্মপ্রাণ মুসলিমরা। আসন্ন পবিত্র ঈদুল আযহার কে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলায় প্রস্তুতি করা হয়েছে১৬ হাজার ১৬১ গবাদিপশু। এসব গবাদি পশু, গড় বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে১১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা মূল্য। ঈদুল আযহা কে ঘিরে লালমোহন উপজেলা হাটবাজারগুলোকত কেনাবেচ শুরু হয়ে গেছে। দিন যতই পার হচ্ছে ততই ব্যস্ত সময় পার করছে লালমোহন উপজেলা গবাদি পশুর খামারিরা। লালমোহন গজারিয়া বাজারে এক গবাদি পশুর খামারী বলেন যদি ইন্ডিয়ার গরু বাংলাদেশ না আসে তাহলে ইনশাল্লাহ আমরা গবাদি পশুর ভালো দাম পাব ।