1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের কার্যকরী কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

এম এম আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি:

 

ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে ২০২৫ ইং) বাদ এশা রাত ১১টায়, হাফেজ মাওলানা ইউসুফ সাহেবের বাসভবনের মিলনায়তনে পরিষদের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন নয়ন।

সভাটি কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করেন অর্থ সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ। পরবর্তীতে সভাপতি মহোদয় বিগত কমিটির ২ বছরের কার্যকাল পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একইসঙ্গে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২ জন উপদেষ্টা এবং ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদ সদস্য:

১. হযরত মাওলানা জোনায়েদ বিন জালাল (মুহতামিম সাহেব) হাফি.
২. হযরত মাওলানা জসীম উদ্দিন সাহেব (আমতলী হুজুর) হাফি.

আহ্বায়ক কমিটি:

১. হাফেজ মাওলানা ইউসুফ (আমিরাত)
২. মাওলানা শেখ নুরুল আবসার (আমিরাত)
৩. মাওলানা আজগর সালেহী (বাংলাদেশ)
৪. মাওলানা সৈয়দ আজিজুল হক (ওমান)
৫. মাওলানা হাফেজ হারুন (আমিরাত)
৬. মাওলানা জয়নাল আবেদিন (ফ্যাশন কর্নার)
৭. জনাব হাজ্বী ইকবাল (সৌদি আরব)
৮. মাওলানা হাফেজ শাহীন ইকবাল (ওমান)
৯. মাওলানা জয়নাল আবেদিন (আমিরাত)

সভায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ শোয়াইব সোলাইমানী হাফি., সহ-সভাপতি মাওলানা তৈয়ব সাহেব (বড় হুজুর), কৃষি সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন, প্রচার সম্পাদক মাওলানা সাংবাদিক এম এম আবু বকর হারুন প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভূজপুর প্রবাসী ওলামা পরিষদ একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। দল-মতের ঊর্ধ্বে থেকে এলাকার সর্বস্তরের জনগণ ও ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য ও সংহতি রক্ষায় সংগঠনটি কাজ করছে। প্রবাসী আলেম-ওলামা ও এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের সহযোগিতায় পরিষদের কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদের মতবিনিময়ের মাধ্যমে আগামী ১ মাসের মধ্যে হাফেজ মাওলানা ইউসুফ সাহেবের নেতৃত্বে নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট