1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতিদিনের কাজী মনসুর, সম্পাদক বৈশাখীর মুরাদ

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

আসগর সালেহী, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী আবুল মনসুর (উপসম্পাদক, প্রতিদিনের সংবাদ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম মাওলা মুরাদ (ব্যুরো প্রধান, বৈশাখী টিভি)।

শনিবার (৩১ মে) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সিআরএফের বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলীউর রহমান (নির্বাহী সম্পাদক, পূর্ববার্তা), সহ-সভাপতি হাসান মুকুল (ব্যুরো প্রধান, দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী (সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার, মানবকণ্ঠ), অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী (সিনিয়র রিপোর্টার, দৈনিক পূর্বদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ (স্টাফ রিপোর্টার, এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ (বিশেষ প্রতিনিধি, সিএইচডি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সরোজ (বার্তা সম্পাদক, চাটগাঁ নিউজ), দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ (ডেপুটি ব্যুরো প্রধান, আজকালের খবর), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন (স্টাফ রিপোর্টার, বাংলা টিভি) মনোনীত হয়েছেন।

এছাড়া সংগঠনের ৪ জন নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন। তারা হলেন—কামরুল হুদা (সম্পাদক, নিউজ গার্ডেন), সজল কান্তি চৌধুরী (বিশেষ প্রতিনিধি, কমার্শিয়াল টাইমস), মোহন মিন্টু (সম্পাদক, খাস খবর নিউজ) ও মুজাহিদুল ইসলাম (নির্বাহী সম্পাদক, দৈনিক সমর)।

বিশেষ সাধারণ সভায় সভাপতি কাজী আবুল মনসুর বলেন, ‘সিআরএফ পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন। এই সংগঠন নিয়ে শুরুতে যারা স্বপ্ন দেখেছেন এবং যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘আগামী তিন বছরে এই কমিটি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে হাউজিং প্রকল্প, পেশাগত প্রশিক্ষণসহ একগুচ্ছ পরিকল্পনা সবার সহযোগিতায় বাস্তবায়ন করবে।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং সদস্য এস এম পিন্টু।

সাধারণ সভা ও নতুন কমিটি গঠনের পর নবগঠিত কমিটি ও সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জাহেদুল করিম ফুল দিয়ে নবগঠিত কমিটিকে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট