মোহাম্মদ হাসান বিশেষ প্রতিনিধি রায়পুর।
আসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে বিভিন্ন স্থানে গরু ছাগলের হাট বসছেন, তারই ধারাবাহিকতায় রাখালিয়া বাজারের মেলগেট ডাচ-বাংলা ব্যাংকের নিচে বাহার উদ্দিন ভাইয়ের সেই গরু ছাগলের হাট।
আল্লাহ তায়ালা বলেন হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অতএব ,আপনি নামাজ পড়ুন, আর আপনার রবের প্রতি কোরবানি করুন। (আল কোরআন)
আজ শনিবার রায়পুর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে বিভিন্ন স্থানে গরু-ছাগল বেচাকেনা হচ্ছে।
একজন বিক্রেতাকে সাক্ষাৎকার নিয়ে দেখতে পাই তিনি অনেকগুলো গরু ক্রয় করার জন্য আনলো।
এবং যাতে করে মানুষ তাদের পছন্দর গরু ক্রয় করে পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে পারেন সেই লক্ষ্যেই বাহারউদ্দিন ভাই তিনি অনেকগুলো গরু নিয়ে আসছেন একমাত্র জনসাধারণের খেদমতের জন্য এবং তিনি বলেন ,আমি সীমিত ব্যবসা করে গরু বিক্রি করব।
মানুষ আগের মত অন্যান্য হাটে না গিয়ে রায়পুর রাখালিয়া বাজার মেল গেটের সামনে আসলে তাদের পছন্দের গরু ক্রয় করতে পারবেন এই প্রত্যাশায় করি।
তিনি আরো বলেন আমার এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কয়েকটা গরু সীমিত আকারে ব্যবসা করেন আমি ক্রয় করে বিক্রি করেছি। এবং ক্রেতারাও পছন্দ করে গরু নিয়ে যাচ্ছে। আমি আশা করব সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোর মধ্যে আমার সকল গরু বিক্রি হবে ইনশাল্লাহ।