1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

চাঁদপুরে প্রান্তিক পেশাজীবী জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি চাঁদপুর।

 

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রান্তিক পেশাজীবীদের খুঁজে বের করে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে, সেইসঙ্গে হারিয়ে যাচ্ছে আমাদের প্রাচীন পেশা ও ঐতিহ্য। এখনই উদ্যোগ না নিলে সমাজের এই গুরুত্বপূর্ণ অংশ একসময় কেবল ইতিহাস হয়ে যাবে।

১জুন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় (২০২৪-২৫ ) অর্থবছরের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে কর্মরত মানুষের সংখ্যা দিন দিন কমছে। তরুণ সমাজ আগের মতো ঐতিহ্যবাহী পেশাগুলো গ্রহণ করছে না। ফলে মৃৎশিল্প, তাঁত, কামারশিল্প ও বাঁশের কাজের মতো বহু প্রাচীন পেশা হারিয়ে যাচ্ছে। এদের যদি এখনই খুঁজে না বের করে প্রশিক্ষণ দেওয়া না হয়, তাহলে একসময় শুধু পেশাই নয়, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যও বিলীন হয়ে যাবে।

তিনি আরও বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সহানুভূতির চোখে দেখে না—বরং তাদের দক্ষ করে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে কাজ করছে। এজন্য একটি হালনাগাদ ডেটাবেজ প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে। নতুন করে উপকারভোগীদের শনাক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রান্তিক পেশাজীবীরা আমাদের সমাজ ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা হারিয়ে গেলে কেবল পেশা নয়, আমাদের বহু পুরোনো ঐতিহ্যও হারিয়ে যাবে। তাই সময়মতো পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। তাদের আত্মনির্ভরশীল করতে হলে সময়োপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রয়োজন।

সেমিনারে প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্যমাত্রা, বাস্তবায়ন কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রান্তিক পেশাজীবী যেমন—কামার, কুমার, তাঁতী, নরসুন্দর, হিজড়া, হরিজন, ফেরিওয়ালা, রিকশাচালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণির মানুষ এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা পাবেন। তাদের প্রশিক্ষণের মাধ্যমে অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

সেমিনারে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া,চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আব্দুল হান্নান রনি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপপরিচালক, মোহাম্মদ কামাল উদ্দিন, চাঁদপুর সিভিল সার্জন প্রতিনিধি ডা. রাওশানারা নাসরিন, জেলা তথ্য অফিসার তপন বেপারী, জেলা নেজারত ডেপুটি কালেক্টর মো. আসাদুজ্জামান সরকার, সহকারী কমিশনার মো. নাহিদ ইকবাল, সহকারী কমিশনার মো. নাজমুল হুদা, সহকারী প্রকৌশ মো. শাহাদাৎ হোসেন চৌধুরী, শহর সমাজসেবা কার্যালয় অনুপ মণ্ডল, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, প্রকল্প সমন্বয় পরিষদ সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রান্তিক পেশাজীবীদের প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।সেমিনারটি সঞ্চালনা করেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন খন্দকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট