কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি: ইমন খলিফা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগবিন্দ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (২৮ জুন) কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার লাটেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। হরগবিন্দ বিশ্বাস কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের বড় ভাই ও লাটেঙ্গা গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জর (ওসি) আবুল কালাম আজাদ দৈনিক খবর সবরকম" ও জাতীয় দৈনিক জাগ্রত সংবাদ কে বলেন, আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বাসকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আমরা গোপালগঞ্জ সদর থানায় প্রেরণ করেছি।
মিডিয়া`র সূত্রে জানা গেছে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বলেন, সদর থানার গোপীনাথপুরে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানো মামলায় হরগবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।