1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

নাগরপুরবাসীর প্রাণের দাবি—সরকারি কলেজ প্রাঙ্গণেই হোক মডেল মসজিদ নির্মাণ

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণ নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। ধর্মপ্রাণ নাগরপুরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী কলেজ প্রাঙ্গণেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কিন্তু ২৮ জুন রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে মসজিদের ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলে। এ ঘটনায় ধর্মপ্রাণ জনতা ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন।

এর আগে, একটি অনলাইন সংবাদমাধ্যমে মসজিদ নির্মাণের বিরোধিতা করে প্রতিবেদন প্রকাশিত হলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষের সঞ্চার হয়। এরপর ২৯ জুন, রবিবার সকাল ১১টায় নাগরপুর সরকারি কলেজ গেইট সংলগ্ন এলাকায় তৌহিদি জনতা বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেন এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস নুরুজ্জামান রানা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল মেহেদী, আঃ রাজ্জাক, শামীম আহমেদ, লাভলু মিয়া, মনসুর মিয়া, সমাজকর্মী মীর মুশফিক শৈবালসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “সরকারি কলেজ প্রাঙ্গণেই মডেল মসজিদ নির্মাণ হোক—এটি আমাদের ঈমানি দাবি। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো অপপ্রচার বা নাশকতা বরদাশত করা হবে না। যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, “এই মসজিদ কেবল একটি ভবন নয়, এটি আমাদের ধর্মীয় অনুভূতির প্রতীক। একই জায়গায় নতুনভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দ্রুত নির্মাণকাজ শুরুর জোর দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন প্রশাসনের প্রতি আহ্বান জানান—মসজিদ নির্মাণে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নাগরপুরবাসীর ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে যথাযথ স্থানে দ্রুত মসজিদ নির্মাণ কাজ শুরু করতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য না এলেও, স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন—প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনবে এবং ধর্মপ্রাণ মানুষের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট