ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো রুবেল মিয়া
ময়মনসিংহের তারাকান্দার জমি ও মাছের ফিসারী মত তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী দেওয়ানি ও জসিম উদ্দিন এর দলবল মিলে নিরোহ মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকে দেশিও অস্ত্রের দারা হত্যা করে।এ ঘটনায় আ'হ'ত হয়েছেন আরও ৪/৫ জন।
জানা গেছে, শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এ ঘটনা ঘটে। নি'হ'ত রফিকুল ইসলাম একই গ্রামের মৃ'ত হাসেম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সুজাত দেওয়ান ও খলিল গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বি'রো'ধ চলে আসছিল। এ নিয়ে মা'ম'লাও চলমান। সে বি'রো'ধে'র জেরে আজ সকালে সন্ত্রাসী দেওয়ানি ও জসিম উদ্দিন তার দলবল নিয়ে খলিলদের বাড়িতে হামলা করে
এতে দেশীয় অ'স্ত্রে'র আ'ঘা'তে রফিকুল ইসলাম ঘটনাস্থলে মা'রা যান। এসময় আ'হ'ত ৪/৫ জনের মাঝে ৪ জনকে আশপাশের লোকজন উ'দ্ধা'র করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ম'র'দে'হ'টি উ'দ্ধা'র করে ম'য়'নাত'দ'ন্তে'র জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ম'র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আ'ই'ন'গ'ত ব্যবস্থা প্রক্রিয়াধীন।