মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
রবিবার(২৯ জুন)সকালে খিদিরপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূ্ঁইয়া জুয়েল এর সার্বিক তত্ত্বাবাধনে মনোহরদী উপজেলা ছাত্র দলের আয়োজনে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ ও সহায়তা কেন্দ্র পরিচালনা করা হয়।
দিনব্যাপী এ কার্যক্রমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানা ধরনের সহযোগিতা, দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাম্মির রহমান টিপু,মনোহরদী উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন,খিদিরপুর ইউনিয়নের ছাত্র দল নেতা আবদুল্লাহ্ আল-মামুন টিটু-সহ উপজেলা ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক,শাফি উদ্দীন আকন্দ করুন বলেন,“আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাফল্যই দেশের প্রকৃত উন্নয়ন।আমরা ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আঃকাদির ভূঁইয়া জুয়েল ভাইয়ের সার্বিক তত্ত্বাবাধনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের শিক্ষার্থীদের পাশে থাকার যে বার্তা দিয়েছেন তারই অংশ হিসেবে আমরা এই আয়োজন করেছি।”ভবিষ্যৎতে ও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।ইনশাআল্লাহ্
ছাত্রদলের এই উদ্যোগে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন,এমন সহযোগিতা ও পাশে থাকার মনোভাব শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় করে তোলে এবং পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে উৎসাহ জোগায়। দিনব্যাপী এ কার্যক্রমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানা ধরনের সহযোগিতা, দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করা হয়।