চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে কেন্দ্র কমিটি গঠনের উদ্যোগে ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার পয়লা স্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আমিরুল ইসলাম খান আলীম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভিপি, সহ-সভাপতি আনিস সিকদার ও আবদুল হাকিম বিএসসি, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ও শামীম মাহমুদ, যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা, মো. আমিরুল ইসলাম সিকদার, ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ, যুগ্ম আহ্বায়ক সেরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সময়ের দাবি। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করে যাচ্ছে। তারা বলেন, বিএনপি আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে প্রস্তুত। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি ছিল উজ্জীবিত ও কর্মমুখী, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।