মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।গত ২৮ জুন শনিবার সকাল ০৯ ঘটিকায় সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র দারুল ইসলাম একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপী অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি
এ্যাডভোকেট মো সাইদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো মকবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো হারুনর রশীদ খান। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও নায়বে আমীর অধ্যক্ষ মো আলী আলম।
সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক মো শহিদুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের টিম সদস্য বগুড়া অঞ্চল মো আবুল কালাম আজাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক মো আব্দুল লতিফ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো সোলায়মান হোসেন। এছাড়াও সিরাজগঞ্জ জেলা উপজেলা ও ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ ০২ আসনে এমপি পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি অধ্যাপক জনাব মো জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন আল্লাহর আইন বাস্তবায়ন করতে নিজেকে সৎ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করতে হবে। শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকের অধিকার ও ন্যায্য পাওনার কথা পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন। শ্রমিকের অধিকার নিশ্চিত করতে এবং নিরাপদ ভবিষ্যতের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে সিরাজগঞ্জের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম গুলো তুলে ধরতে হবে।
সবশেষে সমাবেশের সভাপতি এ্যাডভোকেট জনাব মো সাইদুল ইসলাম খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।