--- বি,এম ফরিদ আহমেদ। হাইমচর উপজেলা প্রতিনিধি।
হাইমচর, চাঁদপুরে সারাদেশের ন্যায় গত ২৫ জুন রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই স্বাস্থ্য সহকারীরা এই অবস্থান কর্মসূচি সফলভাবে পালন করেন। বাংলাদেশ হেলথঅ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এর আয়োজনে কর্মসূচিতে বক্তব্যের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি তুলে ধরেন জনাব, জসীমউদ্দীন (স্সেক্রেটারী স্বাস্থ্য সহকারি অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখা) তিনি বলেন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্ব স্নাতক/ সমমান সংযুক্তি করে ১৩ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১ তম গ্রেড প্রধান সহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়ন করতে হবে ইতিমধ্যে আমরা হাইমচরে ইপিআই ক্যাম্প পোলিও বিভিন্ন টিকা সহ সফলতার সাথে কাজ করে আসছি বিভিন্ন রোগ মুক্তি থেকে মুক্ত হওয়ার জন্য সেবা প্রদানে সক্ষম হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে কেন্দ্রীয় ঘোষণা মতে কর্মসূচি চালিয়ে যাবো অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জনাব, বেনজির আহমেদ health ইন্সপেক্টর ইনচার্জ সহ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী বৃন্দ। অবশেষে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব, জসিম উদ্দিন পেদা ঊর্ধ্বতন দের প্রতি উল্লেখিত দাবি দ্রুত বাস্তবায়নের দাবি এবং অনুরোধ রেখে ৬ দফা অবস্থান কর্মসূচি মুলতবি ঘোষণা করেন।