মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যের এসওডি’র আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষো দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মং এছেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, হাতিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান, হাতিয়া থানা (ওসি) তদন্ত মোঃ খোরশেদ আলম সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এসওড়ি’র বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে কলমে স্থানীয় দুর্যোগ প্রস্তুতি ও পরবর্তী নানা ধরনের প্রযুক্তি , পদ্ধতি ও বিভিন্ন সংস্থার করনীয় বিষয়গুলো তুলে ধরেন। শুধু তাই নয়, দুর্যোগ মোকাবেলা এসকল বিষয়গুলো গুরুত্ব সহকারে বাস্তবায়নে দিক নির্দেশনামূলক প্রস্তাব সমূহ যুক্তি সহকারে উপস্থাপন করেন প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশিক্ষণের সভাপতি মোঃ আলাউদ্দিন বলেন, হাতিয়া দ্বীপের দুর্যোগ ব্যবস্থাপনা স্থানীয় সমস্যা নিরিখে নিরুপন করে সে মোতাবেক মোকাবেলা করতে হবে বলে। আজ এই প্রশিক্ষণ কর্মশালাতে উপস্থিত হয়ে যারা সময়োপযোগী দিক নির্দেশনামূলক যুক্তি তুলে ধরেছেন সে আলোকে একটা সংক্ষিপ্তসার তৈরী করে দুর্যোগ অধিদপ্তর পাঠানো হবে।