মোঃ সৈকত হোসেন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনটি বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল আলম ভূইয়া এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্যসচিব মো. হারেজ গণি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য ডা. রফিকুল ইসলাম হেলালী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক,নেত্রকোনা জেলা বি এন পির সাবেক তিন বারের সাধারন সম্পাদক আল হাজ্ব আবু তাহের তালুকদার, মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, সদস্যসচিব আব্দুল আওয়াল এবং পৌর আহ্বায়ক আতাউর রহমান ফরিদ প্রমুখ।
আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে মো. জহিরুল আলম ভূইয়াকে উপজেলা বিএনপির সভাপতি এবং মো. আব্দুল আওয়ালকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একইভাবে পৌর বিএনপির সভাপতি হিসেবে আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. হারেজ গণি নির্বাচিত হন। জানা গেছে, শিগগিরই উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন সম্পন্ন হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. হারেজ গণি। দীর্ঘদিন পর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।