মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
পুলিশ সুপার লালমনিরহাট জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ এনামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ২৯/০৬/২০২৫ তারিখ লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক লালমনিরহাট থানাধীন ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে পুলিশ চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান ও যানবাহন চেকিং ডিউটি করাকালে ০১। মোঃ নুর ইসলাম (৩৫) পিতা- মোঃ মোস্তাব আলী মাতা- মোছাঃ নুরবানু বেগম, সাং- কালমাটি আনন্দ বাজার০২। মোঃ সাইদুর (৩৪)পিতা- মৃতঃ মতিয়ার রহমান, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সাং- কালমাটি খুনিয়াগাছ থানা ও জেলা- লালমনিরহাট ০৩(তিন) কেজি গাঁজা ও ০১ একটি নিল রংগের টিভিএস ১২০ সিসি টারবো মোটর সাইকেলসহ সহ হাতে নাতে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ৭১/৩৭৫ তাং-৩০/০৬/২৫ ইং ধারা-৩৬(১) সারণির ১৯ (ক)/ ৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।