মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
২৯/০৬/২০২৫ তারিখ লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক লালমনিরহাট পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবী, চোর এবং চোরাই মালামাল ক্রয়কারীসহ মোট ১৬ (ষোল) জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে এবং মোবাইল কোর্টের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মোট ১৬ (ষোল) জন আসামীদের মধ্যে ১০ (দশ) জন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলো- ১। মোঃ নাসির উদ্দিন (৫০), পিতা- মৃতঃ আব্দুল হাকিম, সাং- পুকুরপাড় (০৩ মাস জেল), ২। আলী আরমান রাজন (৩২), পিতা- মৃতঃ নান্নু মিয়া, সাং- কল্যানপাড়া, (০৩ মাস সাজা), ৩। আনোয়ার হোসেন ডালিম (৩৮), পিতা- মোঃ হায়দার আলী, সাং- গোসালা বাজার, (০৩ মাস জেল), ৪। মোঃ জাকারিয়া (২৪), পিতা- মৃতঃ সহিদুল ইসলাম, সাং- হানিফ পাগলার মোড়, (০৩ মাস জেল), ৫। মোঃ রাশেদ (৩৫), পিতা- চাঁন মিয়া, সাং- রিফুজি কলোনী, (১৫ দিন জেল), ৬। মোঃ আশরাফুল (৩৮), পিতা- মৃতঃ হাসেম আলী, সাং- গার্ডপাড়া, (০২ মাস জেল), ৭। মোঃ শরিফুল ইসলাম (৩১), পিতা- মোঃ মনির হোসেন, সাং- গার্ডপাড়া, (০২ মাস জেল), ৮। ফজল মিয়া (২৯), পিতা- মৃত উমর আলী, সাং- পুকুরপাড়, (০১ মাস জেল), ৯। মোঃ ছোটন (২৫), পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং- পুকুরপাড় (০২ মাস জেল), ১০। মোঃ ইমন হোসেন মারুফ (১৯), পিতা- মোস্তফা ভূইয়া, সাং- ডালপট্টি, (০২ মাস জেল), সর্বথানা ও জেলা- লালমনিরহাট’দেরকে বর্ণিত সাজাসহ ১০০ (একশত) টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সবাইকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও, লালমনিরহাট থানার মামলা নং-৭০, তারিখ- ২৮ জুন, ২০২৫; ধারা- ৪১১/৩৮০/৪৫৭ ধারায় ভ্রাম্যমান আদালত ১৮৬০ সংক্রান্তে চোরাইকৃত মাল উদ্ধার এবং চোর আসামী ১। তামিম আহাম্মেদ (২৪), পিতা: মোঃ ইউসুফ মামুন, গ্রাম- রামকৃঞ্চ মিশন রোড এবং চোরাইমাল গ্রহনকারী আসামী ২। মোঃ তাঈফ (৩৩), পিতা: মোঃ গিয়াস উদ্দিন, সাং- কালীবাড়ী, উভয় থানা ও জেলা- লালমনিরহাট এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত আসামী ১। সাইদুল ইসলাম (৩৯), পিতা- মৃতঃ নজরুল হক, সাং- পুকুরপাড়, ২। রবিউল ইসলাম (২৭), পিতা- রফিকুল ইসলাম, সাং- তেলীপাড়া, ৩। মাসুদ রানা (৩৫), পিতা- মোহাম্মদ আলী, সাং- রামকৃষ্ণ মিশন রোড, ৪। হযরত আলী সৈকত (২৭), পিতা- মৃতঃ আবু হায়দার, সাং- গোসালা বাজার, সকলের থানা ও জেলা- লালমনিরহাট’দেরকে লালমনিরহাট থানার প্রসিকিউশন নং- ২৫৭, ২৫৮, ২৫৯, তাং- ২৯/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- পুলিশ আইনের ৩৪ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।